Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ছুটিতে ব্যাংকের নিরাপত্তার স্বার্থে শাখা পরিদর্শন করবেন কর্মকর্তারা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ৭:২৪ পিএম

আসন্ন ঈদুল আজহার ছুটিতে নিরাপত্তার স্বার্থে আকস্মিকভাবে শাখা পরিদর্শন করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ভল্টের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে আইটি সম্পর্কিত ঝুঁকি আরও কার্যকর ও ফলপ্রসূভাবে মোকাবিলা করার কথাও বলা হয়েছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহার ছুটিসহ এর আগে ও পরের অন্যান্য ছুটিতে রাতে আকস্মিকভাবে সুনির্দিষ্ট কর্মকর্তাকে দিয়ে শাখা পরিদর্শন করাতে হবে।

এছাড়া ব্যাংকের শাখা ও ভল্টের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ ব্যাংক

২৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ