Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ দিল্লিতে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ১২:৪৩ এএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে আজ বুধবার। দিল্লিতে অনুষ্ঠিতব্য এ বৈঠকে নিরাপত্তা সহযোগিতা আলোচনা প্রাধান্য পাবে। বৈঠকে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল মঙ্গলবার দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বৈঠকে দুই দেশই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জোর দেবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধিরা রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারতের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীদের এটা নিয়মিত বৈঠক। গত বছর জুন মাসে স্বরাষ্ট্র পর্যায়ের ৬ষ্ঠ বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছিলেন ভারতের তৎকালীন মন্ত্রী রাজনাথ সিং। ভারতে বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অমিত শাহ। সেক্ষেত্রে, এ বৈঠকে প্রথমবারের মতো ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে জোর দেয়া হবে। একইসঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, মাদক পাচার, সীমান্তে জাল টাকা পাচার ইত্যাদি বিষয়গুলো উঠে আসবে এ বৈঠকে। সীমান্ত হত্যা আগের চেয়ে কমে আসলেও পুরোপুরি বন্ধ হয়নি। সে কারণে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যায় জোর দেয়া হবে বলে ওই সূত্র জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ