বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ড. আনিসুজ্জামান বলেছেন, শায়খ বোরহানুদ্দীন (রহ.) একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন সফল সমাজ সংস্কারক। নেদায়ে ইসলাম সেবা সংস্থা প্রতিষ্ঠা করে তিনি মানবতার সেবায় এক অনন্য নজীর স্থাপন করে গেছেন। তাঁর নামানুসারে প্রতিষ্ঠিত ঢাকার ঐতিহ্যবাহী শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রেখে চলেছে।
সম্প্রতি নেদায়ে ইসলাম রিসার্চ সেন্টারের উদ্যোগে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত সুফিদের বিজ্ঞান ভাবনা শীর্ষক সেমিনার ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে ড. আনিসুজ্জামান একথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. এম শমশের আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ মোশতাক আহমাদ (পীর সাহেব উয়েসীয়া শরীফ ফরাযীকান্দী চাঁদপুর)। লতিফায়ে খ¦লা’র উপর গবেষণার জন্য সম্মাননা গ্রহণ করেন প্রফেসর ড. এম শমশের আলী।
এতে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. শাহ কাউসার মুস্তফা মুনএমী আবুলউলায়ী (পীর সাহেব, আবুলউলায়ী খানকা শরীফ কিশোরগঞ্জ), দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক কবি মাওলানা রুহুল আমিন খান। ড. এম শমশের আলী তাঁর প্রবন্ধের সূচনায় বলেন, তাসাউফ চর্চার বিকাশে বিশুদ্ধ মননে প্রয়োজন ইমাম বোরহানুদ্দীন অধ্যয়ন। তিনি বলেন, লতিফায়ে খ¦লার আবিস্কার বিজ্ঞানের আলোকে বিশেষ গুরুত্ব বহন করে। কবি মাওলানা রুহুল আমিন খান বলেন, শায়খ বোরহানুদ্দীন (রহ.) এর মতো আধ্যাত্মিক কামেল পুরুষগণ যে শরিয়ত সম্মত তাসাউফ চর্চা করে গিয়েছেন সেই আদর্শে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।