বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জন্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫-ক ধারা বাতিল করা এবং গভর্ণর শাসিত রাজ্যে পরিণত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীরে জামাআত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুলাহ আল-গালিব। তিনি বলেন, ১৯৪৭ সাল থেকে কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের উপর দখলদারিত্ব চাপিয়ে দিয়ে যে জুলুম শুরু করেছিল ভারত সরকার, তার চ‚ড়ান্ত পরাকাষ্ঠা তারা দেখালো এই অবৈধ সিদ্ধান্তের মাধ্যমে। এর ফলে তাদেরকে উগ্র হিন্দুত্ববাদী শাসনের করতলগত করার হীন ষড়যন্ত্র বাস্তবায়িত হল। তিনি অবিলম্বে বাংলাদেশ সরকারসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে ভারতের এই অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে জোর ভ‚মিকা গ্রহণের জন্য দাবী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।