পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অনলাইনে প্রতারণামূলক বিজ্ঞাপন দিয়ে নকল টিকিট বিক্রি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ। গ্রেফতাররা হলোÑ তানভির ও হিমেল। গত সোমবার দিবাগত রাতে কমলাপুর রেল স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ট্রেনের ১৬টি নকল টিকেট উদ্ধার করা হয়। এছাড়া সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে টিকেট কালোবাজারি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এসআই রুশো বণিক বলেন, ‘চলো যাই ডট কম’ নামে একটি ওয়েবসাইট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেনের টিকেট বিক্রির বিজ্ঞাপন দেয়। আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষদের টার্গেট করে অভিনব প্রতারণার ফাঁদ পাতে তারা। তাদের বিজ্ঞাপন দেখে কেউ আগ্রহী হলে তাদেরকে টাকার বিনিময়ে নকল টিকিট দেওয়া হতো। দেখতে অবিকল আসল টিকেটের মতো হওয়ায় যাত্রীরা বিষয়টি বুঝতে পারতেন না। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে কমলাপুর রেল স্টেশন থেকে চক্রের ওই দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চক্রের মূলহোতা আহসান হাবীব পলাতক রয়েছে।
এদিকে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কমলাপুরে পৃথক অভিযানে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলোÑ রুবেল, হজরত আলী ও দুলাল মিয়া। তারা আসল টিকেট বিক্রি করলেও অবৈধ পন্থায় এসব টিকেট সংগ্রহ করে বাড়তি দামে বিক্রি করছিল বলে জানা গেছে। গ্রেফতার ৫ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।