প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সা¤প্রতিক ‘ভারত’সহ পরপর তিনটি ফিল্মের সাফল্যের পর বলিউড অভিনেত্রীর আহঙ্কার একটু বেশিই বেড়েছে বলেই মনে হয়। এমনিতেই সেটে শুটিংয়ের সময় আহত হয়ে প্রযোজকদের তিনি বেশ কিছুটা বিব্রতকর অবস্থায় ফেলেছেন তার উপর যোগ হয়েছে তার তারকাসুলভ নখরা। জানা গেছে তিনি সেটে আজকাল খুব মেজাজ দেখাচ্ছেন, আর তাতে কাজের ব্যাঘাত ঘটছে। গুজব রটেছে তিনি বেশ কিছুদিন ধরেই সেটে খুব রুক্ষ আচরণ করছেন তাতে কাজ এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে নির্মাতাদের জন্য। এমনি একটি প্রডাকশনের সঙ্গে যুক্ত এক সূত্র বলেছে, “ বেশ কিছুদিন ধরেই দিশা এমন আচরণ করছেন। তিনি দীর্ঘ সময় সেটে থাকেন না আর থাকলেও তিনি নিজের মত করে থাকেন। তার রুক্ষ মেজাজ এবং নির্মাতার নির্দেশ অমান্য করার ধাত প্রযোজকদের বিরক্ত করে মারছে, আর তা নিয়মিতই ঘটছে।” দিশা এখন অনিল কাপুর আর আদিত্য রায় কাপুরের সঙ্গে মোহিত সুরির পরিচালনায় ‘মালাঙ’-এর শুটিংয়ে অংশ নিচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।