রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভোলার দৌলতখানে ৪৫ নং বড়ধলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নুরজাহান বেগম শিল্পি (৪০)কে মারধর করে আহত করেছে এলাকার দুই বখাটে তানভির ও সাব্বির। আহত শিক্ষিকা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমúেøক্সে ভর্তি হয়েছেন।
গত সোমবার বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। জানা যায, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা স্কুল শিক্ষিকা প্রতিষ্ঠান ছুটির পর বাড়ি আসে। তুচ্ছ ঘটনার জেরে ওই সময় এলাকার বখাটে তানভির ও সাব্বির শিক্ষিকার ঘরে ঢুকে শিক্ষিকাকে কিল-গুষি মারতে থাকে। এসময় শিক্ষিকার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সটকে পড়ে ওই দুই বখাটে। পরে স্থানীয়রা শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়রা বলেন, অভিযুক্ত ওই দুই বখাটে এলাকার চিহিৃত মাদকসেবী। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে শিক্ষক মহলে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছে প্রাথমিক শিক্ষক সমিতি। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মুহিবুর রহমান ও সাধারণ সম্পাদক শপিকুর রহমান ডাবলু এ ঘটনার নিন্দা জানান। এ ঘটনায় দৌলতখান থানায় মামলা দায়ের করা হয়েছে। দৌলতখান থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।