Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে শিক্ষিকাকে মারধর

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

ভোলার দৌলতখানে ৪৫ নং বড়ধলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নুরজাহান বেগম শিল্পি (৪০)কে মারধর করে আহত করেছে এলাকার দুই বখাটে তানভির ও সাব্বির। আহত শিক্ষিকা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমúেøক্সে ভর্তি হয়েছেন।

গত সোমবার বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। জানা যায, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা স্কুল শিক্ষিকা প্রতিষ্ঠান ছুটির পর বাড়ি আসে। তুচ্ছ ঘটনার জেরে ওই সময় এলাকার বখাটে তানভির ও সাব্বির শিক্ষিকার ঘরে ঢুকে শিক্ষিকাকে কিল-গুষি মারতে থাকে। এসময় শিক্ষিকার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সটকে পড়ে ওই দুই বখাটে। পরে স্থানীয়রা শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়রা বলেন, অভিযুক্ত ওই দুই বখাটে এলাকার চিহিৃত মাদকসেবী। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে শিক্ষক মহলে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছে প্রাথমিক শিক্ষক সমিতি। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মুহিবুর রহমান ও সাধারণ সম্পাদক শপিকুর রহমান ডাবলু এ ঘটনার নিন্দা জানান। এ ঘটনায় দৌলতখান থানায় মামলা দায়ের করা হয়েছে। দৌলতখান থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ