Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় হেলথ ক্যাম্প

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিলাবিষয়ক অধিদপ্তরে উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল হেলথ ক্যাম্প ও প্রাথমিক পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় পৌরসভার উপকারভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষ্যে এ হেলথ ক্যাম্পের আযোজন করা হয়। এ সময় প্রাথমিক পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভাইস-চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এইচ এম আকরামুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, উন্নয়ন কর্মী ইসরাত জাহান মমতাজ প্রমূখ।

এ কর্মসূচীর আওতায় পৌরসভার উপকারভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষ্যে ৪৫০ মায়েদের প্রাথমিক পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ