রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নড়াইলে চিহ্নিত মাদক ব্যাবসায়ী কথিত সাংবাদিক উজ্জ্বল রায়ের বাড়িতে অভিযান চালিয়েছে ভ্রম্যমান আদালত। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ী উজ্জ্বল রায় পালিয়ে গেলেও তার স্ত্রী দিপালী রায় (৩৫) কে আটক করে। গত সোমবার রাত সাড়ে ৮টা থেকে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত শহরের এ অভিযান চলে। অভিযানে বাড়ি থেকে ১৮ লাখ ৭০ হাজার ৪৩৭ টাকা, ১০০ গ্রাম গাঁজা, ১৭ প্যাকেট গোল্ডিফ সিগারেট, মাদকদ্রব্য সেবনের সামগ্রী, ২টি মোবাইল সেট, ১টি পার্সপোর্ট, ২টি ন্যাশনাল আইডি কার্ড উদ্ধার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আল আমিন। এ সময় নড়াইল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আল আমিনের নেতৃত্বে শহরের কুড়িগ্রাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জ্বল রায়(৫০) এর বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বিদ্যুৎ বিহারী নাথসহ পুলিশ উপস্থিত ছিলেন। এ সময় মাদক ব্যবসায়ী উজ্জ্বল রায় পালিয়ে গেলে তার স্ত্রী দিপালী রায়কে আটক করা হয়। ঘরের মধ্যে বিভিন্নস্থানে তল্লাশী চালিয়ে নগদ অর্থসহ বিভিন্ন মাদকদ্র ও উপকরন উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে নড়াইল ও যশোর একাধি মাদকের মামলা রয়েছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।