বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেনারেল হাসপাতালে ৪০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে ৮ জন ছাড়পত্র নিয়ে চলে গেছেন। আজ মঙ্গলবার পাবনা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার এই হাসপাতালে ডেঙ্গু রোগে চিকিৎসায় ৩২ জন রয়েছেন। মেডিক্যাল অফিসার ডা: আল আকসাদ মাসুর আনান জানান, এদের মধ্যে ২১ জন পুরুষ, ৮ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। তাদের অবস্থা উন্নতির দিকে। নতুন রোগী আসছে। পুরাতান রোগী ভালো হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তবে ডেঙ্গু জ্বর নিয়ে রোগী কম বেশী রোগী ভর্তি হচ্ছেন। আবার অনেকে সুস্থ্য হয়ে ফিরে যাচ্ছেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, কয়েকজন পজিটিভ রোগী । পাবনা জেনারেল হাসপাতালের বাইরেও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে ডেঙ্গু রোগ নিয়ে রোগী যাচ্ছেন। গড়ে প্রতিদিন, ক্লিনিক , বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারে ১৫ জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন।
আবাসিক মেডিক্যাল অফিসার আরও জানান, ডেঙ্গু রোগকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, যাতে জেলা শহরে এই রোগ কোন ক্রমেই মহামারি আকার ধারণ করতে না পারে। তিনি বলছেন, জ্বর নিয়ে ৩ দিন পর ডেঙ্গু পরীক্ষার জন্য আসলে কার্যত: কোন রোগ ধরা পড়ে না। আক্রান্ত রোগীকে ১ থেকে ২দিনের মধ্যে হাসপাতালে আসতে হবে।
এদিকে, পাবনার সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল জানান, সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সোমবার একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে ছিলেন। আজ মঙ্গলবার তিনি সুস্থ্য হয়ে বাড়ি চলে গেছেন।
এদিকে, একটু দেরীতে হলেও পাবনা পৌরসভা শহরে মশা নিধনে কার্যক্রম শুরু করেছেন। বিভিন্ন ওয়ার্ডের কমিশনারগণও কাজ করছেন। তবে শহরে সরেজমিন ঘুরে দেখা গেছে, অনেক বাড়ির মালিক এখনও জঙ্গল পরিষ্কার করেননি, কোনো কোনো স্থানে পানি জমে আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।