Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণফোরাম বলছে দেশ বসবাসের অযোগ্য

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

পুঁজিহারা সর্বশান্ত, ডেঙ্গু দ্বারা আক্রান্ত, মানুষ অবহেলিত, বন্যা কবলিত। বাঁচার উপায় নাই, দেশ আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন গণফোরাম নেতৃবৃন্দ। গতকাল ২৭ হাজার কোটি টাকা লুট-পাটের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি ও গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দ এ মন্তব্য করেন।
বক্তব্য রাখেন দলের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য মেসবাহউদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন, খান সিদ্দিকুর রহমান, নাছির হোসেন, শাহ নুরুজ্জামান, জাহাঙ্গীর হাসান, মুহাম্মদ উল্লাহ মধু। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নুরুল হক, প্রচার সম্পাদক মিজানুর রহমান সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
সুব্রত চৌধুরী বলেন, স্টক এক্সচেঞ্জের সাথে জড়িত দুর্নীতিবাজদের অবিলম্বে বহিস্কার ও গ্রেফতার দাবি করেন। তিনি আরো বলেন, অবৈধ সরকার, ভোট চোর সরকারকে পদত্যাগে বাধ্য করে একটি সত্যিকারের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হলে, শেয়ারবাজারসহ সকল ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ