Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুজব ছড়ানোয় যাত্রাবাড়ী থেকে যুবক গ্রেফতার

উত্তরায় ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে এ এম মাসুদ মুন্সী (২৬) নামে এক যুুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গত রোববার তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে উত্তরার আবদুল্লাহপুর এলাকা থেকে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১। রোববার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ডিবি পুলিশ লেখা বোর্ড, দুটি ছুরি, দুটি সিগন্যাল লাইট, একটি হকিস্টিক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মেহেদী হাসান, সুমন হোসেন, লিটন, শাওন ও সাগর আহমেদ রবিন।
র‌্যাব-১০-এর একজন কর্মকর্তা জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-১০-এর একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। সে সামাজিক মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে জনমনে বিরূপ ধারণা ও আতঙ্ক তৈরি করে আসছিল। তার বিরুদ্ধে থানায় এ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-১ অধিনায়ক সারোয়ার বিন কাশিম জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহপুর এলাকার টঙ্গী ব্রিজের দক্ষিণে মাধু মেম্বারের ঘাটের দক্ষিণে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল ৫ জনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা পরস্পর যোগসাজশে ডিবি পরিচয়ে দীর্ঘদিন ধরে উত্তরা, আবদুল্লাহপুর এবং আশপাশের এলাকায় সাধারণ লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রীসহ সর্বস্ব ডাকাতি করে নিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ