Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবির আবাসিক হল খোলা রাখার দাবি

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

বিভিন্ন ছুটিতে দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খোলা রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ রানার সঞ্চালনায় শিক্ষার্থীরা বলেন, আমাদের এই বিশ^বিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ। যেখানে প্রায় ৩২ হাজার মেধাবী শিক্ষার্থীর আবাসস্থল। কিন্তু বছরে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো দীর্ঘ দিন বন্ধ থাকে যা শিক্ষার্থীদের পড়াশোনায় অন্তরায় হয়ে দাড়ায়। যেখানে ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো সারা বছরে খোলা থাকে সেখানে একমাত্র ব্যতিক্রম রাজশাহী বিশ^বিদ্যালয়। এটি প্রশাসনের অসৎ উদ্দেশ্য ছাড়া আর কিছুই নয়। শিক্ষার্থীদের অনেকেরই বন্ধের পরেই পরীক্ষা থাকলেও দীর্ঘমেয়াদী আবাসিক হলগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা সঠিক ভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন না।

বিক্ষোভ সমাবেশ শেষে অধ্যাপক সাবিনা সুলতানার কাছে আবসিক হলগুলো ৮-২৪ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিলে স্মারকলিপি জমা দেয় শিক্ষার্থীরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ