প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২২শে শ্রাবন রবীন্দ্রনাথের ৭৮তম প্রয়াণ দিবস উপলক্ষে সঙ্গীতশিল্পী অনিমা রায়ের কণ্ঠে ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’ গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে। গানটির সঙ্গীত ব্যবস্থাপনায় আছেন কলকাতার প্রত্যুষ ব্যানার্জী। সম্প্রতি গানটির বিষয় বৈচিত্রকে কেন্দ্র করেই ভিডিও চিত্র নির্মান করা হয়েছে। বিরুলিয়ার জমিদার বাড়ী, গোলাপ বাগান, ঝিল ও আশপাশের মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন করেছেন অমিত রয় শান্তা। অণিমা রায় বলেন ‘রবীন্দ্রনাথের গানটি আমি আমার জীবনবোধের অংশ হিসেবেই গাইবার চেষ্টা করি। তাই প্রতিটি গানই বিভিন্ন ধরণের সঙ্গীতায়োজনে হয়ে ওঠে অনন্য। রবীন্দ্রসঙ্গীত তাই সবসময়ের জন্যই সমসাময়িক। তেমনি এবারের গানটি প্রত্যুষ একটু ভিন্ন আঙ্গিকেই কম্পোজিশন করার চেষ্টা করেছে। আর আমি মনে করি একজন শিল্পী হিসেবে শুধু রবীন্দ্রগান গাওয়াই নয় তার মূল্যবোধের চর্চা করাটাও আমার দায়িত্ব। সেটাই করেছি। আশা করছি দর্শকরা দারুণভাবে উপভোগ করবেন এই আয়োজনটি।’ চলতি সপ্তাহে ধ্রæব মিউািজক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়াবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।