Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

‘স্যাক্রেড গেমস টু’তে পঙ্কজ ত্রিপাঠীর ১১ মিনিটের মনোলগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

নেটফ্লিক্স ইন্ডিয়ার অরিজিনাল ওয়েব সিরিজ ‘স্যাক্রেড গেমস’-এর দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে এই মাসেই। প্রায় প্রথম থেকেই পঙ্কজ ত্রিপাঠী রূপায়িত গণেশ গাইতোন্ডের (নেওয়াজউদ্দিন সিদ্দিকি) তৃতীয় বাবা রহস্যময় গুরুজিকে নিয়ে দর্শকদের গভীর কৌতূহল। এই মৌসুমে এই চরিত্রটি স্বরূপে আত্মপ্রকাশ করবে। এই ভূমিকায় ত্রিপাঠী ১১ মিনিটের টানা সংলাপ আউড়েছেন। “যখন ‘স্যাক্রেড গেমস টু’র চলচ্চিত্রায়ন হচ্ছে, আমাকে একবারে দীর্ঘ একটি মনোলগ বলতে হয়েছে, এটি ছিল আমার জন্য এ যাবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ,” পঙ্কজ বলেন, “এ ছিল এক মায়াবী অভিজ্ঞতা আর আমি এই বিশেষ দৃশ্যটিতে অভিনয় উপভোগ করেছি। মনে পড়ে অনুরাগ আমাকে সংলাপটি আরেকবার বলতে বলেন। টেকনিকাল কারণে আমাকে বেশ কয়েকবার সংলাপটি বলতে হয়েছে।” ‘স্যাক্রেড গেমস টু’ শুরু হচ্ছে ১৫ আগস্ট। অভিনয় করেছেন সাইফ আলি খান, সিদ্দিকী, ত্রিপাঠী, কল্কি কেকলাঁ, রণবীর শোরে এবং শোবিতা ধুলিপালা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ