Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যালিটার ভূমিকায় শেষ নিঃশ্বাস পর্যন্ত অভিনয় করতে পারব : রোসা সালাজার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

‘অ্যালিটা : ব্যাটল এঞ্জেল’ ফিল্মের কেন্দ্রীয় চরিত্র সাইবর্গ যোদ্ধা অ্যালিটার ভূমিকায় শেষ নিশ্বাস নেয়া পর্যন্ত অভিনয় করতে পারবেন বলে জানিয়েছেন অভিনেত্রী রোসা সালাজার। টেকনো-সাইফাই চলচ্চিত্রটিতে তিনি দুবার করে অস্কারজয়ী ক্রিস্টফ ওয়ালজ এবং মাহারশালা আলির সঙ্গে অভিনয় করেছেন। জাপানী মাঙ্গা কমিক্স ভিত্তিক ফিল্মটি ব্যাপক সাফল্য পেয়েছে। হলিউডের একটি চলচ্চিত্র ওয়েবসাইট সালাজারকে ‘অ্যালিটা : ব্যাটল এঞ্জেল’-এর সিকুয়েলে অভিনয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সালাজার বলেন : “অ্যালিটার ভূমিকায় শেষ নিশ্বাস নেয়া পর্যন্ত অভিনয় করতে পারব। আমি অবশ্যই করব। পারফর্মেন্স ক্যাপচার প্রযুক্তির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলছি, আমি করব।” চলচ্চিত্রটির ব্যানার টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স আর ডিজনি স্টুডিও একীভূত হওয়াতে সিকুয়েল নির্মাণে কিছু হলেও সংশয় দেখা দিয়েছে। অভিনেত্রীটি বলেন : “ডিজনি-ফক্স মিলনের কারণে অনেকের চাকরি হচ্ছে অনেকে চাকরি হারাচ্ছে। এই সময় আমি তো অ্যালান হর্নকে (ডিজনির প্রধান ক্রিয়েটিভ কর্মকর্তা) বলতে পারি না, ‘ভাইয়া, জানি অনেক কিছু ঘটছে, কিন্তু ‘অ্যালিটা টু’র খবর কী?” জেমস ক্যামেরন এবং জন ল্যানাডাও প্রযোজিত ‘অ্যালিটা : ব্যাটল এঞ্জেল’ পরিচালনা করেছেন রবার্ট রডরিগেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ