রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জেলার টঙ্গীবাড়ী উপজেলাতে আপন ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার পাচগাঁও বাজারে এ হত্যাকান্ড ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাচগাঁও গ্রামের আ. কাদির মোল্লা (৭০) তার বড় ভাই বাদশাহ মোল্লার পুত্র মোতালেব মোল্লা (৩০)-এর হাতে খুন হন। এলাকাবাসী জানায়, বেলা ১১টায় তালাক প্রাপ্তস্ত্রী স্মৃতির সঙ্গে মোতালেবের পাচগাঁও বাজারে দেখা হয়। মোতালেব দেখা মাত্রই স্মৃতিকে গালিগালাজ শুরু করে। গালিগালাজ শুনে স্মৃতি রেগে গিয়ে চেঁচামেচি করলে মোতালেবের চাচা আ. কাদির মোল্লা এগিয়ে এসে ভাতিজাকে ধমক দিয়ে থামাতে চেষ্টা করে। পরে উভয়ের মধ্যে কথা কাটকাটি হলে ওই ঘটনাকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে ঝগরায় রূপ নেয়। এ সময় মোতালেব চাচার ওপর ক্ষিপ্ত হয়ে তার বয়লার মুরগীর দোকান থেকে মুরগী জবাইয়ের ছুড়ি এনে কাদির মোল্লাকে এলোপাতাড়ি[ কোপায়।
খবর পেয়ে কাদির মোল্লার পুত্র জসীম (৩৫) বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মোতালেব কুপিয়ে মারাত্মক জখম করে আহত করে। গতকাল সোমবার দুপুর ১২টায় টঙ্গীবাড়ী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে জখমী পিতা পুত্রকে নিলে কাদির মোল্লাকে মৃত্যু ঘোষণা করেন।
টঙ্গীবাড়ী থানার ওসি (তদন্ত) মো. গোলাম রসুল মোল্লা জানান, হত্যাকান্ডের ঘটনায় মোতালেবসহ অভিযুক্ত কয়েক আসামিকে ধরার চেষ্টা চলছে। ৭০ বছর বয়সী বৃদ্ধকে বর্বোরচিত হত্যাকান্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।