বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সরকার বিনামুল্যে বীজ, সার ও কীটনাশক এমনকি সরিষা, ভুট্রা ও শাকসব্জির বীজ বিতরণ করা হবে। যাতে করে কৃষক তার ক্ষতি পুষিয়ে নিতে পারে। এছাড়াও স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাস্তাঘাটের যে ক্ষতি হয়েছে তা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত মেরামত করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইলের ভুঞাপুরে টেপিবাড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ ও ত্রান বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া এদেশে ৯০দিন অসহযোগ আন্দোলন করে ১৫০ মানুষ আগুনে পুড়িয়ে হত্যা করেছে। এই সন্ত্রাসী কার্যক্রমের জন্য তাকে গ্রেফতার করা হয়নি। তাকে গ্রেফতার করা হয়েছে এতিমের টাকা চুরি করে খাওয়ার জন্য। খালেদাকে মুক্তি পেতে হলে আদালতের মাধ্যমেই মুক্তি পেতে হবে। ি
তিনি আরো বলেন, পদ্মা সেতুর জন্য মাথা লাগবে এমন গুজব জাতির জন্য কালিমালেপন। চাঁদে সাইদির ছবি দেখা যায় এটিও যেমন গুজবও রাজনৈতিক কারণে ছড়ানো হয়। যাতে করে দেশকে একটি অস্তিতিশীল রাষ্ট্র বানানো যায়।
ত্রান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরণ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, জেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনি, ভুঞাপুর পৌর মেয়র মাসুদুল হক তালুকদার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।