Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গুজব ছড়িয়ে দেশের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না -নৌপরিবহন প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ৪:৪৫ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, গুজব ছড়িয়ে কেউ দেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না। একটি চক্র বন্যা, ডেঙ্গু ও পদ্মা সেতু নিয়ে গুজব ছড়াচ্ছে। গুজব ছড়িয়ে এক নির্দোষ মাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখন নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে।কিন্তু ওই চক্রটি গুজব ছড়িয়ে রাজনৈতিকভাবে অতিতে যেমন সফল হয়নি তেমনি বর্তমানেও সফল হবে না। তিনি আজ সোমবার (০৫আগস্ট) বিআইডব্লিউটিএ’র সদরঘাটে ঢাকা নদী বন্দরে আসন্ন ঈদ উপলক্ষে নিরাপদ যাত্রা নিশ্চিত কল্পে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সময়ও গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু আমরা সেই গুজব মোকাবেলা করে বিজয় অর্জন করেছি। বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান দেশবিদেশে নানা গুজব ছড়িয়েছিল । কিন্ত সেই গুজবে তিনি সফল হননি এবং সেই গুজবের একটিও প্রমানিত হয়নি। প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫সালে শুধু একটি পরিবারকে হত্যা নয় বরং জাতীর জনক বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাঙ্গালী জাতীকে ধবংস করার ষড়যন্ত্র করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বন্যা মোকাবেলা করছি এবং ডেঙ্গুর বিরুদ্ধেও প্রতিরোধমুলক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন,প্রিয়া সাহার বক্তব্য নিয়ে দেশে সমস্য হয়েছিল। কিন্ত সেই সমস্যাও সমাধান করা হয়েছে। এদেশের জনগনকে রক্ষার দায়িত্ব একমাত্র শেখ হাসিনার ও আওয়ামীলীগেরই আছে । যা অন্য কোন ব্যাক্তি বা দলের নেই। ঈদ যাত্রায় এবার যেন নৌপরিবহনে কোন ধরনের ডেঙ্গু ছড়াতে না পারে সেজন্য সবাইকে সেদিকে কঠর দৃষ্টি দিতে হবে। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব মোঃ আবদুস সামাদ,বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম,নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রনয় কান্তি বিশ্বাস, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি শাহিদুল ইসলাম ভ’ইয়া ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহ আলম প্রমুখ। প্রতিমন্ত্রী এর আগে সদরঘাট পার্কিং এলাকা , সদরঘাট টার্মিনাল ও লঞ্চে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেনতামূলক র‌্যালী এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌপরিবহন প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ