Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দক্ষ কর্মী বিদেশে প্রেরণ করতে পারলে দেশের লাভ’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী বিদেশে প্রেরণ করতে পারলে দেশের লাভ। তিনি বলেন, দক্ষ কর্মী তৈরিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে মানসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ দিতে হবে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক শ্রম চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কোর্স চালু করতে হবে। গতকাল রোববার সকালে প্রবাসী কল্যাণ ভবনের ব্রিফিং সেন্টারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের দপ্তর প্রধানদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহানের সভাপতিত্বে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, বিএমইটির মহাপরিচালক মো.সেলিম রেজা, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজীবুল ইসলাম, যুগ্ম-সচিব মো.জাহাঙ্গীর আলম, বিভিন্ন টিটিসির প্রিন্সিপালরা বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ