Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে পপুলার ল্যাবের ১১ হাজার টাকা জরিমানা

নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

সৈয়দপুরে ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত ফি আদায়ের দায়ে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শনিবার রাতে শহরের শহীদ তুলশীরাম সড়কের মিশন জেনারেল হাসপাতাল এন্ড পপুলার ল্যাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই জরিমানা করেন। সেই সঙ্গে আদায়কৃত বাড়তি ফি ডায়াগনস্টিক সেন্টার কাছ থেকে ফেরত নিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর হাতে তুলে দেয়া হয়েছে।

জানা গেছে, সৈয়দপুর উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বাড়াইশালপাড়ার মো. আবুল কালামের ছেলে মো. মেহেদী হাসান (১৮)। সে এবারে দিনাজপুরের পার্বতীপুর ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। দরিদ্র পরিবারের সন্তান মেহেদী হাসান পরীক্ষার পর কাজের খোঁজে ঢাকা যায়। সেখানে গিয়ে মীরপুর-১০-এ সে ইলেকট্রিশিয়ানের কাজ করছিল। সেখানে কাজ করা অবস্থায় জরে আক্রান্ত হয়ে ২ আগস্ট নিজ বাড়িতে ফিরে আসে। এরপর সে সৈয়দপুর শহরের একজন বিশিষ্ট চিকিৎসকের শরনাপন্ন হন। এ সময় ওই চিকিৎসক তাকে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেহেদী হাসান সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কের মিশন জেনারেল হাসপাতাল ও পপুলার ল্যাবে গত ৩ আগস্ট ডেঙ্গু রোগের জীবাণু এনএস-১ সনাক্ত পরীক্ষা করান। ওই পরীক্ষায় তাঁর ডেঙ্গু ভাইরাস ধরা পড়ে এবং পপুলার ল্যাব ডেঙ্গু রোগের জীবাণু এনএস-১ সনাক্ত পরীক্ষা বাবদ তাঁর কাছ থেকে এক হাজার এক শত টাকা আদায় করে। পরবর্তীতে ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধরিত ফির বাইরে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার কাছে অভিযোগ করা হয়।
গত শনিবার রাতে রোগীর কাছে ওই অভিযোগ পেয়ে এসিল্যান্ড পরিমল কুমার সরকার তৎক্ষণাৎ ওই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে গিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ফি আদায়ের সত্যতা পান। এবং বেসরকারি মিশন জেনারেল হাসপাতাল এন্ড পপুলার ল্যাব মালিকের ১১ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে আদায়কৃত অতিরিক্ত ফি পপুলার ল্যাব মালিকের কাছ থেকে ফেরত নিয়ে রোগীর হাতে তুলে দেন। এ সময় সৈয়দপুর থানার এসআই মো. আরমান আলী ও এসআই ফিরোজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সম্প্রতি ডেঙ্গু পরীক্ষায় সর্বোচ্চ ৫ শ’ টাকা ফি নির্ধারণ করেছেন সরকার। যা গেল ২৮ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ