Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ছাগলনাইয়া পৌরসভার বাজেট ঘোষণা

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ছাগলনাইয়া পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের ৩৪ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার টাকার উন্নয়ণ বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে ২৮ কোটি ৪০ লাখ টাকার উন্নয়ন এবং ৫ কোটি ৪১ লাখ ৩৩ হাজার টাকার রাজস্ব আয় ধরা হয়েছে। গতকাল রবিবার সকালে পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র এম মোস্তফা। 

পৌর কাউন্সিলর হাবিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর ছলিম উল্যাহ ভূঁঞা হুমায়ুন, জাহাঙ্গীর আলম ভূঁঞা, মোজাহারুল ইসলাম মুছা, সামছুল হক, মেহেদী হাসান চৌধুরী শিমুল, কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, মহিলা কাউন্সিলর আলেয়া বেগম মঞ্জু, শাহেনা আক্তার ও শিউলী আক্তারসহ সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ