Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে যত্রতত্র ওয়েল্ডিং কারখানা : দূষিত পরিবেশ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

চৌদ্দগ্রামে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র গড়ে উঠেছে ওয়েল্ডিং কারখানা। এতে মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে পরিবেশ। খুব কম জনচলাচল স্থানে ওয়েল্ডিং কারখানা স্থাপন করার নিয়ম ভঙ করে জনবহুল স্থানে এমনকি আবাসিক এলাকায়ও গড়ে উঠেছে ওয়েল্ডিং কারখানা।

উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, সিএনজি ও বাসস্ট্যান্ডসহ হাটবাজার এলাকায় বেশিরভাগ ওয়েল্ডিং কারখানা গড়ে উঠেছে। কম বয়সি শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ার সময় কৌতূহলের বশবর্তী হয়ে ওয়েল্ডিং কারখানায় ঝালাইয়ের কাজ করার সময় সৃষ্ট অক্সিএ্যাসিটেলিন শিখার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিব জানান, ওয়েল্ডিং কারখানায় ঝালাই কাজ করার সময় আলোর বিচ্ছুরণ থেকে মানুষের চোখের রেটিনা পর্দার ক্ষতিসহ শরীরের বেশ ক্ষতি হয়। তিনি আরো জানান, ওয়েল্ডিং কারখানায় যেসব শ্রমিক কাজ করে তারা মাথায় হেলমেট, হাতে ও পায়ে রাবারের মোজা পরিধান করার কথা থাকলেও এ নিয়ম পালন করতে দেখা যাচ্ছে না। এতে করে এসব শ্রমিকরা ১০/১২ বছর পর শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়বে।
কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সামসুল ইসলাম, ওয়েল্ডিং কারখানায় ঝালাই কাজ করার সময় তিন দিক থেকে বেস্টনি (বেড়া) দিয়ে ঝালাই কাজ করার নির্দেশনা দেয়া হয়ে থাকে। যাতে করে ঝালাই কাজ করার সময় আলোর বিচ্ছুরণ থেকে রাস্তাঘাটে চলাচলকারীরা শারীরিকভাবে কোনো ক্ষতির শিকার না হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ