রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে দুদক কর্মকর্তার স্থাপনা নির্মাণ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। মহম্মাদপুর উপজেলা সদরের হাসপাতাল পাড়ায় বাওড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মুস্তাফিজুর রহমান নামে দুদকের পাবনা জেলার উপ-সহকারি পরিচালক স¤প্রতি তার বাড়ির পাশে জন সাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে একটি সেফটিক ট্যাংকি স্থাপনের উদ্যোগ নেয়।
মুহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার বছির শেখসহ এলাকাবাসী জানান, দুদক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান উপজেলা সদরের হাসপাতালপাড়া এলাকায় তার নির্মিত ভবনের পাশে বাওড় সংলগ্ন ঐহিত্যবাহি গ্রান্ড ট্রাঙ্ক রোডের ওপরে রাস্তাজুড়ে সেফটিক ট্যাংক স্থাপনের জন্য মাটি খোঁড়া শুরু করেন। এটা স্থাপিত হলে এলাকার কয়েক গ্রামের মানুষের মাঠ থেকে ফসল নিয়ে উঠতে বা চলাচল করতে চরম সমস্যার সম্মুখীন হতে হবে।
এলাকাবাসি অভিযোগ করেন, তারা প্রতিবছর বর্ষা মৌসুমে পানি আসলে মাটি দিয়ে সংস্কার করে রাস্তা ভালো রাখার চেষ্টা করে। মুস্তাফিজুর রহমান দুদকের কর্মকর্তা বলে হুমকি ধামকি দিয়ে অবৈধভাবে স্থপনা নির্মাণ করতে চাচ্ছে। তারা বাঁধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। ওই দুদক কর্মকর্তা যেন অবৈধভাবে এখানে স্থাপনা গড়তে না পারে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা। এ ব্যাপারে মুস্তাফিজুর রহমান বলেন, জনগনের অভিযোগের প্রেক্ষিতে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তবে তিনি হুমকির অস্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।