Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাউথইস্ট ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের আধুনিকীকরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

সাউথইস্ট ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার কর্মকাÐের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ আধুনিকীকরণ ও ¯¦য়ংক্রিয়করণে আর্থিক সহায়তা প্রদান করে। ৬ জুন ২০১৬ সোমবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের আধুনিকীকরণ ও ¯¦য়ংক্রিয় কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে অত্র বিভাগে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন।
প্রধান অতিথি কর্তৃক ফলক উন্মোচনের মাধ্যমে আধুনিকীকরণ ও সংস্কার কাজ সম্পন্নের উদ্বোধনের পর কলা অনুষদের কনফারেন্স রুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের আধুনিকীকরণ ও সংস্কার কাজে সহায়তার জন্য সাউথইস্ট ব্যাংক লিমিটেডকে ধন্যবাদ জানিয়ে মানসম্মত শিক্ষার উন্নয়নে অন্যান্য বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহŸান জানান। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ