Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে পরিচ্ছন্ন অভিযান

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

সুনামগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। জেলা প্রশাসন ও সুনামগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে শহরের ১৪টি পয়েন্টে এ পরিছন্নতা অভিযান চলে। পয়েন্টগুলো হচ্ছে, ট্রাফিক পয়েন্টে হতে কোর্ট পয়েন্ট, সদর উপজেলা চত্বর হতে ওয়েজখালি, ট্রাফিক পয়েন্ট হতে নতুনপাড়া, কাজির পয়েন্ট হতে ষোলঘর পয়েন্ট, পূর্ব নতুন পাড়া, বড়পাড়া, কালিপুর হাছন বসত থেকে গণিপুর পয়েন্ট, ষোলঘর পয়েন্ট হতে মোহাম্মদপুর, তেঘরিয়া এলাকা উকিলপাড়া পয়েন্ট থেকে কাজির পয়েন্ট পরিছন্ন করা হয়।

এ অভিযানে পৌর মেয়র নাদের বখত্, সিভিল সার্জন ডা.আশুতোষ দাশসহ জনপ্রতিনিধি, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কাউট সদস্য, রেড ক্রিসেন্ট, ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠনের র্কমর্কতা, কর্মচারী ও গণমাধ্যমকর্মী অংশ নেন। এ ছাড়া জেলার ১১টি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নাতা অভিযান পরিচালিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ