Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গুতে মৃত্যুর সঠিক হিসাব এখন দেয়া সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ২:২৯ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মৃত্যুর হিসাব এখন দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, খোঁজ-খবর নিয়ে পরে জানানো হবে।

আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, নতুন করে রোগী বাড়লেও আনুপাতিক হারে বাড়েনি ডেঙ্গু রোগীর সংখ্যা। সরকারি সব হাসপাতালগুলোতে অতিরিক্ত বিছানাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, কিট সংকট থাকলেও তা ব্যবস্থা নেয়া হয়েছে। দুই লাখ পিস কিট আনা হয়েছে, আরও ৮ লাখ কিট আসছে।

এদিকে আজও বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড় ছিল। গেলো ২৪ ঘণ্টায় দেড় হাজারেরও বেশি রোগী ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাস্থ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ