রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নকল ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং এন্টিবায়োটিকের অপব্যবহার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা গত বৃহস্পতিবার নরসিংদী জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর নরসিংদী আয়োজিত এ জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ও আলোচক ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর নরসিংদীর তত্ত্বাবধায়ক হুমায়রা আফরোজ, নরসিংদী বিএফআই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. শফিকুল ইসলাম সরকার।
সভাপতিত্ব করেন নরসিংদী জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক ও ব্যবসায়ী সমিতির সভাপতি প্রবীন হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. নজরুল ইসলাম সরকার। নরসিংদী জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক ও ব্যবসায়ী সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত বিশাল সভায় বক্তব্য রাখেন এ হোমিওপ্যাথিক চিকিৎসক ও ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মো. আজিজুর রহমান, নরসিংদীর বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ও নরসিংদী জেলা হোমিও পেশাজীবী কল্যাণ সংস্থার সভাপতি ডা. আব্দুল হান্নান, মাধবদীর বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. মো. জাকারিয়া প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।