রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার বুড়িচংয়ে স্থানীয় অটোরিক্সা চালকের সহায়তায় ২ ডাকাতকে আটক করেছে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ। বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস জানান, গত বুধবার রাত সাড়ে ১১টায় এস আই শাহিন কাদিরসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে একই সড়কে পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির অস্ত্র ও সরঞ্জামাদিসহ দেবপুর ফাঁড়ি পুলিশের হাতে আটক হয় সঙ্ঘবদ্ধ ডাকাত দলের এই দুই সদস্য। উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই মহাসড়ক সংলগ্ন পিহর রাস্তার মাথা থেকে আটক দুই ডাকাতের একজন মো. মনির (৩৩) অপরজনের নাম মো. জামাল (২৮)।
আটক ডাকাত মনির হোসেনের পিতার নাম মৃতঃ আবুল হাসেম সে জেলার মুরাদনগর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে কোতোয়ালি থানাধীন আড়াইওড়া এলাকার সর্দার বাড়ির পেছনে নাজমার বাড়ির ভাড়াটিয়া।
এবং অপর ডাকাত মো. জামাল দেবিদ্বার উপজেলার খয়রাবাদ গ্রামের আ. মতিন মিয়ার ছেলে বলে জানা গেছে।
সত্যতা নিশ্চিত করে দেবপুর ফাঁড়ি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর ইউসুফ সফিউল্লাহ বলেন, আটক আসামিদের গত বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।