Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) কাপ্তাই ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং-এ ২০১৯-২০ শিক্ষাক্রমে ভর্তিকৃর্ত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রেগ্রাম এবং অভিভাবক সমাবেশ গতকাল বিএসপিআই সিভিল (উড)-সপে অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিএসপিআই অধ্যক্ষ মোহাম্মাদ আব্দুল মতিন হাওলাদার (অ.দা.)-এর সভাপতিত্বে এবং ইনস্ট্রকটর আব্দুল আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান বিমল কান্তি চৌধুরী, নির্মাণ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান মোশাররফ হোসেন। 

অনুষ্ঠানে অভিভাকদের পক্ষে বক্তব্য রাখেন, মো. শরীফ উল্লাহ, রুস্তম আলী এবং নবীন শিক্ষার্থী সাকিব আল হাসান ও প্রিয়া আক্তার। ওরিয়েন্টেশন প্রেগ্রাম এ বক্তাগন বলেন, বাংলাদেশ কারিগর শিক্ষায় বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে। ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের তথা বিদেশের উন্নয়নে অবদান রাখছে। তাই নবীন শিক্ষার্থীরা প্রকৃত কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। সমাবেশে ইনস্টিটিউটের সকল বিভাগীয় প্রধান, ইনস্টক্টর, কর্মকর্তা-কর্মচারী, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শোকের মাস উপলক্ষে ১মিনিট নিরবতা পালন করা হয়। এবং নবীনদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সমাবেশে দেশের বিভিন্ন জেলা হতে শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ