Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক কারবারিদের বিচার দাবিতে কাঁঠালিয়ায় মানববন্ধন

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

মাদক কারবারিদের বিচার ও শাস্তির দাবিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে আমুয়া-বামনা আঞ্চলিক মহাসড়কের ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়। 

এক কিলোমিটারজুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে সর্বস্তরের মানুষ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় গত বুধবার আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদারের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবি করা হয় মানববন্ধন থেকে। মানববন্ধন শেষে মাদকসেবীদের শাস্তির দাবিতে একটি মিছিল বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন আমুয়া শহিদ রাজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বশার বাদশা, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মানিক, আমুয়া এসি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. মাসিস মোল্লা, প্রধান শিক্ষক মো. শামীম মোল্লা, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুকুল, আমুয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জাফর, আমুয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদুল আজাদ মিল্টন, এসি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খাদিজা আক্তার, শিক্ষার্থী আফিফা ইসলাম মুন, কলি আক্তার, আমুয়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, শিক্ষার্থী উম্মে জান্নাত তামান্না আক্তার, মাইসা আক্তার।
সমাবেশে বক্তারা জানান, আমুয়া বন্দরে সাম্প্রতিক সময়ে মাদক বিক্রি ও সেবনকারীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইভটিজিং করে আসছে। তাদের বিরুদ্ধে কেউ সোচ্চার হলে তার ওপর মামলা করা হচ্ছে। মাদকে সয়লাব হয়ে যাওয়া আমুয়া বন্দরকে রক্ষা করতে হলে মাদকসেবি ও বিক্রেতাদের চিহ্নিত করে বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে তাঁরা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ, আমুয়া বন্দর আমীর মেল্লা মাধ্যমিক বিদ্যালয়, আমুয়া চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আমুয়া বালিকা বিদ্যালয় ও কলেজ, আমুয়া ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা এবং আমুয়া বাজার ব্যবসায়ী সমিতি এ কর্মসূচির আয়োজন করেন।


নলছিটিতে চলছে ফলদ বৃক্ষমেলা

ঝালকাঠির নলছিটিতে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা। উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সকাল ১১টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। এ সময় তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন। মেলায় ১৪টি স্টলে ফল ও ফলের গাছের চারা, কৃষির আধুনিক প্রযুক্তি ও এর ব্যাবহার বিধি প্রদশন করা হয়। পরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমির হোসেন আমু। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাত মিলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ