বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স¤প্রতি নানা ধরনের গুজবের দায়ে এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে সারাদেশে ছড়িয়ে পড়া গুজব প্রতিহত করতে শিক্ষিতদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে গুজব ও সাইবার অপরাধ বন্ধে আয়োজিত কর্মাশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ সব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের পুলিশ বাহিনীকে ঢেলে সাজিয়েছি। তারা জনগণকে যে কোনো নিরাপত্তা দিতে সব সময় তৎপর। সাইবার সিকিউরিটি ইউনিট তেমন একটি মাধ্যম যেখানে আইটি বিষয়ে অভিজ্ঞ অনেক মেধাবী ও দক্ষ পুলিশ কর্মকর্তা রয়েছেন। কোনো ধরনের গুজব প্রতিহত এবং অপরাধীকে শনাক্ত করে শাস্তির আওতায় আনতে সাইবার সিকিউরিটি ইউনিট সক্ষম বলে মন্তব্য করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।