বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরে প্রায় পাঁচ বছর আগের করা একটি ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত মিজানুর রহমান (৩১) ফরিদপুর সদরের বিলভরা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: ফজলুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, ‘২০১১ সালের ১১ ডিসেম্বর বিকেলে আকলিমা (২২) নামের এক তরুণীকে সদর উপজেলার মানিকদাহ ইউনিয়নের বিলভরা গ্রামে নিয়ে যায় মিজানুর রহমান। সেখানে একটি বাগানে ওইদিন রাতে তাকে ধর্ষণ ও হত্যা করে লাশ একটি কুয়োর মধ্যে ফেলে দেয় মিজান। পরদিন দুপুরে পুলিশ আকলিমার লাশ উদ্ধার করে। ওই আদালতের পিপি বাবু মোল্লা জানান, ‘ওই ঘটনায় সদর থানার এসআই আব্দুল জলিল মিয়া বাদী হয়ে একটি মামলা করেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।