Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবালয়ে ট্রাক মালিককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী বাস স্ট্যান্ডে আবদুল মজিদ (৫২) নামে এক ট্রাক মালিককে হত্যা করা হয়েছে। গতরাতে ট্রাকে যাওয়ার পথে চালক জহিরুল ইসলাম (২৮) ও অজ্ঞাতনামা সহকারী হাত-পা রশি দিয়ে বেঁধে পিটিয়ে তাকে হত্যা করে বলে নিহতের ছেলে রাজীব হোসেন জানিয়েছেন। তবে, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। মজিদ ঢাকার আশুলিয়া থানার খেরুয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। আর চালকের বাড়ি মানিকগঞ্জে। কিন্তু তার পূর্ণ ঠিকানা জানা যায়নি। এ ঘটনার পরপরই পালিয়ে গেছেন চালক ও হেল্পার। রাজীব হোসেন সাংবাদিকদের জানান, রাতে ঢাকা থেকে বৈদ্যুতিক ট্রান্সমিটার নিয়ে তাদের ট্রাক (মানিকগঞ্জ ট ০২-০১১১) ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়। রাত আড়াইটার দিকে উথলী বাস স্ট্যান্ডে আসলে অপরপক্ষ রশি দিয়ে তার হাত-পা বেঁধে মজিদের ওপর হামলা চালানো হয়। অবস্থা গুরুতর দেখে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ