Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থায় দেশকে এগিয়ে নিতে হবে

নাটোরে জুনাইদ আহমেদ পলক

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। আর এজন্যেই বর্তমান সরকার প্রযুক্তি শিক্ষার বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপ, ওয়ান ড্রিম’ কর্মসূচীর আওতায় ডিজিটাল স্বপ্নপূরণে নাটোরের অদম্য মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে বাগাতিপাড়া, লালপুর ও সিংড়া উপজেলার ৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ