রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সর্বস্থরের জনসাধারনের সাথে সম্পৃক্ততা বাড়াতে মাগুরায় পৌরসভাসহ বিভিন্ন স্থানে অভিযোগ বাক্স স্থাপনের ঘোষণা দিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। গত সোমবার দুপুরে স্থানীয় নোমানী ময়দানে মাগুরা পৌরসভার আয়োজনে মিথ্যা বানোয়াট ও গুজোব ছড়িয়ে সারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলের সভাপতিত্বে ছাত্র-ছাত্রী, শিক্ষক, যুব সমাজ, সুশীল সমাজ, অভিভাবক, আইনজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ বিভিন্ন কলেজ, স্কুল ও মাদরাসার শিক্ষক অভিভাবকসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সাইফুজ্জামান শিখর বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে চলতে শুরু করেছে। তখন একটি কুচক্রী মহল এই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে উঠে পড়ে লেগেছে। তারা চান না বাংলাদেশ বিশ্বের বুকে মাদক, সন্ত্রাস ও ক্ষুধা-দারিদ্রহীন দেশে পরিণত হোক। আজ যখন বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে অনুকরণীয়।
তিনি আরো বলেন, ‘পৌরসভায় সংসদ সদস্য ও মেয়রের নামে দু’টি অভিযোগ বক্স থাকবে। এছাড়া বিভিন্ন স্থানে পুলিশ সুপারের নামেও অভিযোগ বক্স থাকবে। যারা তাদের বিভিন্ন অভিযোগ সরাসরি আমাদের কাছে অথবা পুলিশের কাছে দিতে পারেন না। তারা এই অভিযোগ বক্সে তাদের অভিযোগপত্র রেখে যাবেন। আমরা সাধ্যমত সমাধানের চেষ্টা করবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।