বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের নেতারা। তারা বলেছেন, ডেঙ্গু, খুন, ধর্ষণ, বন্যা সব মহামারীতে রূপান্তরিত হয়েছে। এই মহামারীর সরকার জনগণ চায় না। ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার জন্য ঢাকার দুই সিটির দুই মেয়রের পদত্যাগও দাবি করেছেন বক্তারা। ডেঙ্গু, খুন, ধর্ষণের প্রতিবাদে গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরাম অবস্থান কর্মস‚চি পালন করে। অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘মন্ত্রীরা যত কথা বলেন, সেই কথা যদি যোগ করা হয় তাহলে দেখা যাবে এই কথার দ্বারা বাংলাদেশে একটা মশাও থাকার কথা না। কথার তোড়ে, মন্ত্রীদের দাপটে সমস্ত মশার ধ্বংস হওয়ার কথা। কিন্তু একেকজন মন্ত্রী একেকভাবে কথা বলেন।’
মশা নিধনের ওষুধ কেনায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাইয়িদ বলেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। এটা গণতান্ত্রিক নয় আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভরসা করার সরকার। জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের অবস্থান কর্মস‚চির কথা উল্লেখ করে তিনি বলেন, দুঃশাসনের কারণে মানুষ তাদের দাবি- দাওয়া নিয়ে রাস্তায় নেমেছে। আবু সাইয়িদ বলেন, এই সরকারের নীতি হচ্ছে গরিবের কাছ থেকে টাকা আদায় করে ধনীদের কাছে দেয়া। যার জন্য বাংলাদেশে ধনী-গরিবের পার্থক্য বিরাট।
উত্তরাঞ্চলের বন্যাকবলিত মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে বলে জানান গণফোরাম নেতা সাইয়িদ। তিনি বলেন, ডেঙ্গু, খুন, ধর্ষণ, বন্যা সব মহামারীতে রূপান্তরিত হয়েছে। এই মহামারীর সরকার জনগণ চায় না। শেয়ারবাজার থেকে টাকা লুট হওয়ার অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন টাকা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। কিন্তু তা তো পারবেন না, অন্তত নামগুলো বের করেন।
আবু সাইয়িদ বলেন, বঙ্গবন্ধুর নাম করে যারা লুটপাট শুরু করেছেন তাদের মুখে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম শোভা পায় না। জনগণ ঐক্যবদ্ধ হলে জোর করে ক্ষমতায় থাকা সরকারকে হটিয়ে দেবে।
সুব্রত চৌধুরী বলেন, এই মুহ‚র্তে রাষ্ট্রপ্রধান জনগণের পাশে নেই। এ সরকারকে ‘ভোট ডাকাতির সরকার’ হিসেবে অভিহিত করে সুব্রত চৌধুরী বলেন, জনগণের দুঃখে তারা পাশে থাকবে না- এটাই স্বাভাবিক। মানুষ ডেঙ্গুতে ভুগছে কিন্তু দুই মেয়র আনন্দ মিছিল করে বেড়ায় বলে অভিযোগ করেন সুব্রত চৌধুরী। তিনি বলেন, এ সরকার যতদিন দেশ শাসন করবে ততদিন মানুষের দুঃখ বাড়বে। তিনি দুই মেয়রের পদত্যাগ দাবি করেন। অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি পরিষদের সদস্য আমসা আমিন, জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিমসহ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।