রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখা গতকাল সোমবার সকালে আইন সচিবের বরাবর স্মারকলিপি প্রদান করেছে। সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. আবু আহসান হাবিবের মাধ্যমে স্মারকলিপিটি আইন বিচার ও সংসদ বিষয়ক সচিবের কাছে পৌছে দেওয়ার জন্য প্রদান করা হয়। বিজ্ঞ জেলা ও দায়রা জজ এর পক্ষে আদালতের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান স্মারকলিপিটি গ্রহন করেন। সারাদেশের অধ:স্তন আদালতে কর্মরত কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অর্ন্তভুক্ত, সকল বøক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন এবং এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়নের দাবিতে সংগঠনের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহে এই স্মারকলিপি প্রদান কর্মসুচি পালিত হয়। স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা সেক্রেটারি আসাফ-উদ-দৌলা মাসুম, জেলা সভাপতি মো. জহুরুল হক, জেলা ও দায়রা জজ আদালতের নাজির মতিয়ার রহমান, আসলাম হোসেন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির সোহেল রানাসহ বিচারাঙ্গনের কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আসাফ-উদ-দৌলা মাসুম বলেন, সরকার আমাদের ন্যয্য দাবি সমুহ মেনে নিয়ে সুবিচার করবেন বলে আমাদের বিশ্বাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।