রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝালকাঠিতে সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতীকী মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়েছে। গত রবিবার বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান ‘এডাব’-এর উদ্যোগে সদর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। এডাবের জেলা সভাপতি ও সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত কর্মসূচিতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা রুপা, উপজেলা ভাইসচেয়ারম্যান মহিন উদ্দিন মঈন তালুকদার, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা ইসরাত জাহান সোনালী, টিআইবির এরিয়া ম্যানেজার মো. রোকনুজ্জামান, জেলা এডাবের সহ-সভাপতি ও বন্ধনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ফাতেমা জাহান রুনু, সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সকল প্রকার অপরাধ, নির্যাতন বন্ধ ও জড়িতদের শাস্তির জন্য এডাবের পক্ষ থেকে ৯ দফা দাবি উপস্থাপন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।