Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ^রগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

ঈশ^রগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

ময়মনসিংহের ঈশ^রগঞ্জে ব্রাহ্মপুত্র নদের পানিতে বন্যার কবলে পড়া বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত রোববার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন ব্যক্তিগত উদ্যোগে বন্যার্তদের মাঝে ওই ত্রাণ বিতরণ করেন। 

উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নতুন চর গ্রামে তিন শতাধীক পরিবার পানিবন্দি হয়ে জীবন যাপন করছে। অনেকের বাড়িঘর বন্যার পানিতে তলীয়ে গেছে। পানিবন্দি নতুনচর মানুষের জন্য রোববার ত্রাণ নিয়ে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। ব্যক্তিগত উদ্যোগে তিনশ পরিবারের মাঝে চাল, ডালসহ শুকনো খাবার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। ওই সময় আরো ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বজলুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ