বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে কমলাপুরসহ রাজধানীর ৫টি স্থান থেকে একযোগে টিকিট বিক্রি শুরু হয়। প্রত্যাশিত টিকিটের জন্য অনেক যাত্রী রোববার সন্ধ্যা থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। তাদের একজন দিনাজপুরের হানিফ বলেন, ১৮ ঘণ্টা অপেক্ষার পর টিকিট পেয়ে সব কষ্ট ভুলে গেছি। হানিফ ৭ আগস্টে দ্রুতযান এক্সপ্রেসের টিকিট কেটেছেন। এদিকে, অনলাইনেও সকাল ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। গতবারের মতো এবারও অনলাইনে টিকিট কাটতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সকাল ৬টার আগেই অনলাইনের টিকিট বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রমাণসহ একটি পোস্ট দিয়ে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
কমলাপুর রেলওয়ে স্টেশনে বিক্রি হচ্ছে যমুনা সেতু হয়ে সমগ্র পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে দেয়া হচ্ছে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট। এছাড়া তেজগাঁও স্টেশন থেকে বিক্রি করা হচ্ছে ময়মনসিংহ ও জামালপুরগামী, বনানী স্টেশন থেকে বিক্রি হচ্ছে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেসের টিকিট। রাজধানীর ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।