পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পেশাগত কৃতিত্বের পুরস্কার হিসেবে সাজেদা ফাউন্ডেশন তার ৪৮ কর্মীকে সম্প্রতি অবকাশ উদযাপনে ভারতে পাঠিয়েছে। ফাউন্ডেশন তার ঋণ কর্মসূচির ৪৪ জন ও হাসপাতালের ৪ জন কর্মীকে অবকাশ উদযাপনের এই সুযোগ করে দেয়। তারা ঐতিহ্যবাহী দিল্লী, আগ্রা ও জয়পুর ভ্রমণ করবেন। নির্বাচিত কর্মীরাও এ আনন্দঘন মুহূর্তের অপেক্ষায় ছিলেন।
এ ভ্রমণ বিষয়ে বলতে গিয়ে ঋণ কর্মসূচির পরিচালক মনিরুল ইসলাম খান বলেন-‘এটা কঠোর পরিশ্রমী কর্তকর্তাদের মনোজাগতিক উদ্দীপনার পাশাপাশি অন্য সহকর্মীদের জন্যও আগ্রহমূলক দৃষ্টান্ত তৈরি করবে। আমরা প্রায়শই লক্ষ্য করি মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করা কর্মবীরগণ এ সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারেন না। তাই আমরা মনে করি, এ ভ্রমণ যেমন অসাধারণ পেশাগত নৈপুণ্যের পুরস্কার, তেমনি অন্যদেরও এ সুযোগ গ্রহণের রয়েছে সুবর্ণ সুযোগ”
উল্লেখ্য, সাজেদা ফাউন্ডেশন একটি অলাভজনক উন্নয়ন সংস্থা, যা সুবিধাবঞ্চিত মানুষের ‘সুস্বাস্থ্য, আনন্দময় ও মর্যাদাপূর্ণ জীবন’ বাস্তবায়নের অঙ্গীকারে নিবেদিত। বলার অপেক্ষা রাখে না, সুবিধাবঞ্চিত মানুষের জীবনে টেকসই পরিবর্তনের মাধ্যমে এটি জাতীয় জীবনে সমানভাবে অবদান রাখতে বদ্ধপরিকর। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।