Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাজেদা ফাউন্ডেশন কর্মীদের ভারত ভ্রমণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ১২:০০ এএম


পেশাগত কৃতিত্বের পুরস্কার হিসেবে সাজেদা ফাউন্ডেশন তার ৪৮ কর্মীকে সম্প্রতি অবকাশ উদযাপনে ভারতে পাঠিয়েছে। ফাউন্ডেশন তার ঋণ কর্মসূচির ৪৪ জন ও হাসপাতালের ৪ জন কর্মীকে অবকাশ উদযাপনের এই সুযোগ করে দেয়। তারা ঐতিহ্যবাহী দিল্লী, আগ্রা ও জয়পুর ভ্রমণ করবেন। নির্বাচিত কর্মীরাও এ আনন্দঘন মুহূর্তের অপেক্ষায় ছিলেন।
এ ভ্রমণ বিষয়ে বলতে গিয়ে ঋণ কর্মসূচির পরিচালক মনিরুল ইসলাম খান বলেন-‘এটা কঠোর পরিশ্রমী কর্তকর্তাদের মনোজাগতিক উদ্দীপনার পাশাপাশি অন্য সহকর্মীদের জন্যও আগ্রহমূলক দৃষ্টান্ত তৈরি করবে। আমরা প্রায়শই লক্ষ্য করি মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করা কর্মবীরগণ এ সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারেন না। তাই আমরা মনে করি, এ ভ্রমণ যেমন অসাধারণ পেশাগত নৈপুণ্যের পুরস্কার, তেমনি অন্যদেরও এ সুযোগ গ্রহণের রয়েছে সুবর্ণ সুযোগ”
উল্লেখ্য, সাজেদা ফাউন্ডেশন একটি অলাভজনক উন্নয়ন সংস্থা, যা সুবিধাবঞ্চিত মানুষের ‘সুস্বাস্থ্য, আনন্দময় ও মর্যাদাপূর্ণ জীবন’ বাস্তবায়নের অঙ্গীকারে নিবেদিত। বলার অপেক্ষা রাখে না, সুবিধাবঞ্চিত মানুষের জীবনে টেকসই পরিবর্তনের মাধ্যমে এটি জাতীয় জীবনে সমানভাবে অবদান রাখতে বদ্ধপরিকর। -প্রেস বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ