প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ দ্য লায়ন কিং
২ স্পাইডার-ম্যান : ফার ফ্রম হোম
৩ টয় স্টোরি ফোর
৪ ক্রল
৫ আলাদিন
স্টুবার
মাইকেল ডাউস পরিচালিত অ্যাকশন কমেডি ‘স্টুবার’। ‘ফুবার’ (২০০২), ‘ফুবার :বলস টু দ্য ওয়াল’ (২০১০), ‘টেক মি হোম টুনাইট’ (২০১১), ‘গুন’ (২০১১) এবং ‘হোয়াট ইফ’ (২০১৩) ডাউস পরিচালিত চলচ্চিত্র।
স্টু (কুমেল নানজিয়ানি) একজন সাধারণ মানুষ। উবার গাড়ি চালিয়ে সে জীবন চালায়। রুটিন মত সে একদিন এক যাত্রী তোলে। সে হল এলএপিডির ডিটেকটিভ ভিক (ডেভ বটিস্টা)। কিন্তু ভিক ঠিক যাত্রী নয় তার এক মিশনের অংশ হিসেবে উপার রাইড গ্রহণ করেছে। দুজন পার্টনার হয়ে ওঠে। কিন্তু বলাই বাহুল্য স্টু আর ভিকের মধ্যে মিলের চেয়ে অমিলই বেশি। একসঙ্গে চলতে চলে স্টু ভিকের অনেক গুণ অর্জন করে আর অন্য দিকে ভিকও স্টু দ্বারা প্রভাবিত হতে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।