Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে চলছে ৪০ রেলবগি মেরামত

ঈদুল আজহায় ঘরে ফেরা

নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

দেশের বৃহত্তম সৈয়দপুর রেল কারখানায় রেলওয়ের পুরাতন ৪০টি যাত্রীবাহী বগি মেরামতের কাজ চলছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে এসব বগি দিয়ে আসন্ন ঈদুল আযহায় যাত্রায় অতিরিক্ত যাত্রী পরিবহন করবে। সৈয়দপুর রেলওয়ে কারখানায় তীব্র জনবল ও মালামাল সংকটের পরও গতকাল পর্যন্ত ২০ বগি রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে অবশিষ্ট বগি ঈদ যাত্রার আগেই হস্তান্তর সম্পন্ন হবে।

রেলওয়ে কারখানা সূত্রে জানা যায়, এবারে ঈদে অধিক যাত্রী সেবা দিতে ৪০টি বগি মেরামতের লক্ষ্য স্থির করা হয়। আর চলতি জুলাই মাসের প্রথম দিন থেকে শুরু হয় ঈদ যাত্রার বগি মেরামতের কাজ। রেল কারখানার পাঁচটি উপ-কারখানা (সপ) ক্যারেজ, বগি, জেনারেল ওভারহোলিং, ক্যারেজের হেভি রিপিয়ার ও পেইন্ট সপে চলছে এ সব বগি মেরামত কাজ। এর সঙ্গে কারখানার আরও ২৩টি উপ-কারখানা বগির যন্ত্রাংশ ও সরঞ্জাম তৈরির কাজ করছে। সব মিলিয়ে কারখানার ২৮টি উপ-কারখানার শ্রমিক, কারিগর ও প্রকৌশলীরা কর্মব্যস্ত সময় পার করছেন। জনবল সংকটের কারণে বগি সরবরাহের লক্ষ্য পূরণ করতে শতভাগ কর্মঘন্টা ব্যয় করছেন শ্রমিক-কারিগররা। মেরামত ৪০টি বগির মধ্যে ব্রডগেজ রেল পথের ৩০টি এবং মিটারগেজ ১০টি বগি রয়েছে।

এ ব্যাপারে রেলওয়ে কারখানার ক্যারেজ সপ’র উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, রেলওয়ে বহরে বগির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক বিভাগের ডিপোয় রাখা অচল পুরাতন বগি সঙ্গ্রহ করে কারখানায় নতুন করে সচল করা হচ্ছে। এ কাজের জন্য মজুদ মালামাল ও কারখানার মেশিনারী উপ-কারখানায় (সপ) তৈরি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। জনবল সংকটের মধ্যে ও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে নিরলসভাবে কাজ করছেন কারখানার শ্রমিক-কারিগররা।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্তাবধায়ক (ডিএস) মো. জয়দুল ইসলাম জানান, ঈদ যাত্রায় রেলওয়েতে অধিক সংখ্যক যাত্রী পরিবহন করতে প্রতি বছরের মতো এবারেও কারখানায় দৈনন্দিন কাজের বাইরে অতিরিক্ত পুরাতন বগি মেরামত করা হচ্ছে। কারখানায় জনবল ও কাঁচামাল সংকটের মধ্যেও বগি মেরামত কাজ সুষ্ঠুভাবে দ্রুতগতিতে এগিয়ে চলছে। আশাকরি আগস্ট মাসের প্রথম সপ্তাহে সবকটি বগি রেলওয়ে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা সম্ভব হবে।

সূত্র মতে, সড়ক পথে অহরহ দুর্ঘটনা, যানজট, মাত্রাতিরিক্ত ভাড়ার কারণে ঘরমুখো মানুষ ট্রেনমুখী হয়ে উঠেছেন। ফলে ঈদ যাত্রায় ট্রেনমুখী অধিক যাত্রী বহন করতে অতিরিক্ত বগি মেরামত চলছে কারখানায়। এসব বগি রেলওয়ে বহরে যুক্ত হলে ঈদের আগে ও পরে প্রায় ৬০ হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুবিধা পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ