রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালগু মুসলমানদের হত্যা, নির্যাতন, হয়রানী বন্ধের দাবিতে আগামী ৩০ জুলাই মঙ্গলবার ঢাকায় গণমিছিল সফল করার লক্ষে নরসিংদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যাপক কর্মসূচি নিয়েছে। নরসিংদী জেলার ৬ উপজেলা মনোহরদী, বেলাব, রায়পুরা, শিবপুর, পলাশ ও নরসিংদী সদরে লিফলেট বিতরণ করছে, দলীয় নেতা কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে। এ উপলক্ষে গতকাল ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখা নরসিংদী শহরে বিশাল মিছিল ও সমাবেশ করেছে। মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল বারী।
মিছিলটি নরসিংদী পৌরসভা থেকে শুরু করে নরসিংদী শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নরসিংদী রেলওয়ে স্টেশন এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আবদুল বারী। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাস্টার বজলুল হক, সেক্রেটারি আশরাফ হোসেন, মুফতি কাউছার আহমেদ ভূইয়া, রাকিবুল হাসান, আরিফ বিন মেহের উদ্দিন, ডা. ইদ্রিছ আলী, যুব নেতা মাওলানা আলমগীর হুসাইন ভূইয়া, হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, শ্রমিক নেতা মাসুদুর রহমান ও ছাত্র নেতা মাহদী হাসান প্রমুখ। প্রিয়া সাহা যে অভিযোগ করেছে তা মিথ্যা বানোয়াট ও রাষ্ট্রদ্রোহী। নরসিংদীতে মিছিল ও সমাবেশের পর ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীরা আগামী ৩০ জুলাই ঢাকায় ভারতীয় দ্রুতাবাস অভিমুখে গণমিছিল সফল করার লক্ষ্যে আরো ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।