Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

এহসান সোসইটির প্রতারণার শিকার হয়ে দেশের বৃহৎ কওমি মাদরাসা চট্টগ্রামের পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া মাদরাসার সহকারি মহাপরিচালক ও ভাইসপ্রিন্সিপাল আবু তাহের নদভী হয়রানির শিকার বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল (রবিবার) দুপুরে পটিয়ার একটি রেস্তোঁরায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিভিন্ন মামলায় দেশের প্রত্যন্ত অঞ্চলের আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি রীতিমত হাঁপিয়ে উঠছেন। যার কারণে আর্থিক ও শারীরিকভাবে তিনি ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

কোন আর্থিক লেনদেন না করেও তাকে ভুক্তভোগীরা ১০টি মামলায় জড়িয়েছেন। অভিযোগে তিনি বলেন ২০০৫ সালে ‘সুদমুক্ত ঋণের সমাজ গঠন’ করার সুন্দর স্লোগানে মুখরিত হয়ে দেশের হাজার হাজার ওলামাদের মতো তিনিও ‘এহসান সোসাইটি বাংলাদেশ’ নামে একটি বেসরকারি সংস্থায় যোগদেন। পরে সংস্থাটি এহসান রিয়েল এস্টেট এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড নামে আরো একটি প্রতিষ্ঠান গড়ে তুলেন। ২০০৮ সালের দিকে এসে এ দুটি প্রতিষ্ঠানে তাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়। দুটি সংস্থায় সভাপতি পদে থাকলেও ওই প্রতিষ্ঠানগুলো থেকে আর্থিক কোন লেনদেনের সাথে তার সম্পর্ক ছিল না। তাকে শুধু মুরব্বী হিসেবে রাখা হয়েছিল। এদিকে কওমি মাদরাসার এ পরিচালকের বিরুদ্ধে পাবনা, যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় অন্তত ১০টি মামলায় জড়ানো হয়েছে। তিনি বলেন, প্রতিষ্ঠানের এমডি জাহাঙ্গীর আলম বিভিন্ন অনিয়ম-দুনীতি শুরু করলে ২০১৬ সালে তিনি প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন। কিন্তু তার পদত্যাগের বিষয়টি প্রতিষ্ঠান গোপন রাখায় প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে তাকে মামলায় জড়িয়ে দেয়া হচ্ছে। অথচ আইনগতভাবে ২০১৬ সালের পর তিনি প্রতিষ্ঠান দুটির কেউ নয়। মিথ্যা মামলা থেকে রেহাই পেতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ