বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরে ডেঙ্গু রোগী সণাক্ত হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ রোগী ভর্তি হয়েছিলেন এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে। সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন আরও ২ রোগী। এখন ভর্তি রয়েছেন ৬ রোগী। এরা সকলেই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন।
হাসপাতালের পরিচালক আবু মো: খইরুল কবির জানান, ডেঙ্গু রোগী সনাক্তকরনের প্রয়োজনীয় যন্ত্র না থাকায় তার চাহিদাপত্র মন্ত্রণালয়ে প্রেরন করা হয়েছে। এছাড়াও ঢাকা থেকে ছেড়ে আসা বাস, ট্রাক, ট্রেনসহ সকল ধরনের যানবাহনে মশা নাশক ওষুধ স্প্রে করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তিনি।
এদিকে এখানে চিকিৎসার ব্যাপারে সন্তোষ প্রকাশ করলেও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় বাইরে বেশি অর্থ ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন রোগীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।