বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামে নদ-নদীর পানি কিছুটা হ্রাস পেলেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের ঘর-বাড়ি থেকে পানি নেমে যায়নি।তবে ধরলার পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এসব এলাকার বন্যা দুর্গত মানুষজন ঘরে ফিরতে না পাড়ায় অতি কষ্টে উঁচু বাঁধ ও সড়কে আশ্রয় নিয়ে দুর্বিসহ জীবন-যাপন করছে। ডায়রিয়া, চর্মরোগসহ পানি বাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ছেন এসব এলাকার মানুষজন। এখনও এ দুর্ভোগে রয়েছে জেলার প্রায় সাড়ে ৯লাখ বানভাসি মানুষ।
রোববার সকালে ব্রহ্মপূত্র নদের পানি চিলমারী পয়েন্টে ১২ সে.মি কমে বিপদসীমার ৭ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর পানি ব্রীজ পয়েন্টে ২২ সে.মি কমে বিপদসীমার ১ সে.মি নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।