Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতে তিনজনের স্বীকারোক্তি

দেলোয়ার হত্যাকান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গতকাল শুক্রবার গার্মেন্টস কর্মী দেলোয়ার হোসেন (২৫) হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনজন । এই তিন আসামির জবানবন্দি রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
ওই তিন আসামি হলেন, পটুয়াখালীর বাউফল উপজেলার তুহিন (৩৮), রংপুরের তারাগঞ্জ উপজেলার আরিফ হোসেন (৩৮) এবং নরসিংদীর পলাশ থানার বিরিন্দা প‚র্বপাড়া গ্রামের ইয়াসিন (২২)।
এই হত্যা মামলায় গ্রেপ্তার আরও দুই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, একটি গার্মেন্টস কারখানার সুপারভাইজার আক্তার হোসেন ও ইলেকট্রিশিয়ান রাজীব। গত বৃহস্পতিবার হাতিরঝিল থানার মালিবাগের ইজি গার্মেন্টস কারখানায় দেলোয়ার হোসেনকে হত্যা করার অভিযোগ এনে নিহতের মামা আবু তাহের ভ‚ঁইয়া হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন। মামলায় ইজি গার্মেন্টস এর চেয়ারম্যান আসাদ চৌধুরীসহ নয়জনের নাম উল্লেখ করা হয়।
মামলায় আবু তাহের বলেন, তার ভাগনে দেলোয়ার ইজি গার্মেন্টসে চাকরি করতেন। ওই কারখানার গেঞ্জি চুরি করার অপরাধে সেদিন ভোর রাত ৫টা থেকে সকাল ১১টার মধ্যে গার্মেন্টসের মধ্যেই দেলোয়ারের হাত-পা বাঁধে আসামিরা। পরে বৈদ্যুতিক শক দেয় আসামিরা। গুরুতর জখম দেলোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক বলেন, দেলোয়ার হোসেন হত্যার জড়িত থাকার কথা স্বীকার করে তিনজন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, দেলোয়ার হোসেন হত্যা মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার বাদী নিহত দেলোয়ারের মামা আবু তাহের ভ‚ঁইয়া বলেন, নির্যাতন করে তার ভাগনেকে হত্যা করা হয়েছে। আসামিরা বড়লোক, প্রভাবশালী। এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ