Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১১:৫৯ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২০ সালকে ঘোষণা করা হয়েছে মুজিব বর্ষ। ২০২০ সালের পুরো সময় জুড়েই থাকবে নানা আয়োজন। এসব আয়োজন সফল করতে কাজ করছে বিভিন্ন উপকমিটি। এর মধ্যে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন চলচ্চিত্র উপ-কমিটি। এই কমিটি বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষে আয়োজন করবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। স¤প্রতি উপ-কমিটিরর এক সভায় এমন সিদ্ধান্ত চ‚ড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপকমিটির সদস্য চিত্রনায়ক ফেরদৌস। ফেরদৌস বলেন, আমাদের অন্যতম উদ্দেশ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার অবদান আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা। এ লক্ষ্যে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হবে। উৎসবে আন্তর্জাতিকভাবে পরিচিত নেতাদের নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসবে এই আয়োজনে। আয়োজনটি কীভাবে স¤পন্ন হবে তার পরিকল্পনা শিঘ্রই শুরু।এই পরিকল্পনা ছাড়াও উপকমিটি ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছে। নির্মিত হবে ওয়েব সিরিজ এবং দুই-তিন মিনিটের অডিও ভিডিও। শিগগিরই সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে এসব কার্যক্রম শুরু হবে বলে জানান ফেরদৌস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ